রবিবার ২০শে এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ ১৪৩২

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

পিএসসির গতি ফেরাতে কাল সভা, চায় সরকারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক , ঢাকা

বিসিএসের স্থগিত পরীক্ষা শুরুই করতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কবে শুরু করা যাবে, সেসব নিয়ে আগামীকাল সোমবার সভা ডেকেছে পিএসসি। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, আগামীকাল সভা আছে। স্থগিত পরীক্ষা শুরুসহ আরও কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা আছে।

পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পিএসসির তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি। এ ছাড়া অন্য বেশ কিছু বিষয় নতুন সরকারকে অবগত করেছে। কিন্তু কোনো বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা পাচ্ছে না পিএসসি।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক