অনলাইন ভার্সন
৭ই জানুয়ারি ২০২৫
ঢাকা থেকে গর্ত খুঁড়লে পৃথিবীর বিপরীত পাশে কোথায় গিয়ে উঠব

আচ্ছা, বলো তো, আমরা পৃথিবীর কোথায় দাঁড়িয়ে আছি? পৃথিবীর বাইরে না ভেতরে? আমরা কিন্তু আছি পৃথিবীর বাইরে। একটা ফুটবল কল্পনা করো। ফুটবলের যে ওপরের পৃষ্ঠ, সেখানেই আছি আমরা। ভাবতে পারো, তাহলে পৃথিবীর ওপর থেকে আমরা পড়ে যাই না কেন? এ প্রসঙ্গে পরে বিস্তারিত লিখব।
যাহোক, আমরা ফুটবলের ওপরের স্তরে আছি। এই ফুটবল কিন্তু কয়েকটা ধাপে তৈরি হয়। ফুটবলের ওপর চামড়া কাটলে দেখবে, ওটার নিচে আরও একটা পাতলা চামড়া আছে। তার নিচে আছে আরও একটা চামড়া। ফুটবলের দাম অনুসারে এমন অনেকগুলো স্তর থাকে। পৃথিবীরও এমন অনেক স্তর আছে। আজকের লেখায় সেই স্তরগুলো সম্পর্কেই জানব।