অনলাইন ভার্সন
৭ই জানুয়ারি ২০২৫
চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ভারতের বিপক্ষে

ওয়াশিংটন সুন্দরের শেষ বলে অজি ব্যাটসম্যান বাউ ওয়েবস্টার ৪ মারার সঙ্গে সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে রেখে তারা পৌঁছে যায় নির্দিষ্ট লক্ষ্যে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া সম্ভাব্য ৬৩.৭৩ শতাংশ পয়েন্টে পৌঁছে গেছে। ভারতের সম্ভাব্য পয়েন্ট দাড়িয়েছে ৫০ শতাংশ। তাই ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত।