অনলাইন ভার্সন
৭ই জানুয়ারি ২০২৫
সৌন্দর্যও তেমনি একটা বৈশিষ্ট্য

পৃথিবীতে ১৯৫টি দেশ আছে। সব দেশেরই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা একটা থেকে অন্যটাকে আলাদা করে। সৌন্দর্যও তেমনি একটা বৈশিষ্ট্য। কখনো ভেবে দেখেছ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি? আসলে প্রশ্নটা ভাবলেও উত্তরটা এককথায় পাওয়া কঠিন। কারণ, সৌন্দর্য নির্ভর করে ব্যক্তিভেদে। কারও সাগর পছন্দ হতে পারে, আবার কারও পাহাড়। ফলে মানুষের পছন্দের এই ভিন্নতার কারণে নির্দিষ্ট একটা দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের তকমা দেওয়া কঠিন। তাই এই লেখায় আমরা তিন ধরনের সুন্দর দেশ দেখব। সবচেয়ে সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় দেশ, পাহাড়ি দেশ ও মরুভূমির দেশ। প্রথমে গ্রীষ্মমণ্ডলীয় দেশ দিয়েই শুরু করি।