রবিবার ২০শে এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ ১৪৩২

অনলাইন ভার্সন

৭ই জানুয়ারি ২০২৫

অবশেষে সিটির জয়, ঘরের মাটিতে ২২ বছর পর হাসল ইপসউইচ

ম্যাচ শেষে পেপ গার্দিওলার মুখে দেখা হাসিই বলে দিচ্ছিল, একটা জয়ের জন্য ঠিক কতটা প্রতীক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। সিটির ডাগ-আউটে এটা ছিল গার্দিওলার ৫০০তম ম্যাচ। দলের যে ফর্ম চলছে, তাতে রাতটা দুঃস্বপ্নের হবে কিনা এমন চিন্তা ঘুরপাক খাচ্ছিল গার্দিওলার মাথায়। কিন্তু রাতটা তাঁর জন্য স্মরণীয় হয়ে রইল জয় দিয়ে। এ নিয়ে শেষ ১৪ ম্যাচে দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পেল সিটিজেনরা। সাভিনহো আর হালান্ডের গোলে সহজ জয় পেয়েছে তারা। অন্যদিকে এই হার দিয়ে আরেকধাপ নিচে নেমে গেল লেস্টার। টেবিলের ১৯তম অবস্থানে আছে তারা। ফলাফল বদলাতে না পারলে রুড ফন নিস্টারলয়ের ভবিষ্যৎ আশঙ্কাজনক

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক