রবিবার ২০শে এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ ১৪৩২

অনলাইন ভার্সন

৭ই জানুয়ারি ২০২৫

যে আড্ডা বইয়ের, যে আড্ডা ভাইরাসের

‘অতশত বুঝি না। অনেক অনেক বই পাওয়া যায়, পছন্দের বই কেনা যায়। তাই যেতে ভালো লাগে।’

বইমেলায় যাওয়া উচিত, নাকি উচিত নয় প্রসঙ্গে সভাকক্ষ তখন বিতর্কে জমজমাট। এর মধ্যেই ছবি আঁকায় ব্যস্ত একদল খুদে পাঠক। প্রথম শ্রেণিপড়ুয়া আফসানা শবনম তাদেরই একজন। কলরবের মধ্যে তার এমন সরল যুক্তি ভাবনায় ফেলে দিল প্রত্যেককে। আসলেই তো, এত সমীকরণ দাঁড় করানোর প্রয়োজন কি আদৌ আছে? তবে সম্পাদক আনিসুল হক আক্ষেপ প্রকাশ করলেন অন্য প্রসঙ্গে। হতাশার কারণ, ‘ভিউ’ পাওয়ার উদ্দেশ্যে বইমেলায় সাংবাদিকদের করা আকস্মিক ও অদ্ভুত সব প্রশ্ন। তিনি একুশে ফেব্রুয়ারির চেতনা হৃদয়ে ধারণের তাগিদ দিলেন, ‘আঞ্চলিক ও অন্য সব ভাষার প্রতি সম্মান রাখতে হবে’।


এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক